শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৪৬৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

---

মাগুরা প্রতিনিধি

মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ গতকাল  বৃহস্পতিবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বিএআরআই এর অর্থায়নে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বগুড়া জেলা মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী। বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ু, পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা ও ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেশ কুমার গোস্বামী জানান, আমাদের দেশে ২০ ধরনের মসলার চাষ হয়ে থাকে। মসলার নতুন জাত উদ্ভাবণ একটি প্রযুক্তি। নতুন উদ্ভাবিত মসলার এ  জাতগুলোর জন্য যে ধরনের পরিবেশ  ও উপাদন দরকার হয় এবং  এসব ফসল মাঠ পর্যায়ে চাষ করতে কৃষকরা যে আধুনিক কলাকৌশলগুলো প্রয়োগ করবে সেটিই হচ্ছে হস্তান্তরযোগ্য প্রযুক্তি । আধুনকি এসব প্রযুক্তি ব্যবহারের মধ্যমে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে পিঁয়াজ, রসুন ও মরিচসহ বিভিন্ন মসলা জতীয় ফসলের চাষাবাদের  আধুনিক প্রযুক্তির ব্যাবহার  ও কলাকৌশলের  উপর ৪০ জন কৃষক অংশ নেন।





আর্কাইভ