শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

SW News24
শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছার সড়কের ধুলোয় জনস্বাস্থ্য হুমকির মুখে
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছার সড়কের ধুলোয় জনস্বাস্থ্য হুমকির মুখে
৫৯৭ বার পঠিত
শনিবার ● ৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার সড়কের ধুলোয় জনস্বাস্থ্য হুমকির মুখে

---

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥

ভাঙ্গাচুরা খানা-খন্দে ভরা পাইকগাছার প্রধান সড়ক ধুলোর সড়কে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় রাস্তার ইট, খোয়া, পাথর, উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। রাস্তার গর্তের মাটি, ইটের গুড়ো, ধুলা-বালিতে ধুলোময় হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন পরিবহন, বাস-ট্রাক ছোট যানবাহন সহ অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় সারাদিন সড়কের ধুলো উড়ছে। সড়কের ধুলোয় পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষ দূর্ভোগে শিকার হচ্ছে। সড়রে দুপাশের বাড়ী ঘর, দোকানপাট, সবুজ বৃক্ষ, ফসল ও সবজী ক্ষেত ধুলোয় বর্ণহীন হয়ে পড়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

জানাগেছে, পাইকগাছা জিরোপয়েন্ট হতে কপিলমুনি ইউনিয়নের হরিঢালী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। তবে এরমধ্যে আগড়ঘাটা বাজার এলাকা ও পাইকগাছা লোনাপানি কেন্দ্রের সামনের কয়েকশত মিটার সড়ক সংস্কার হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গর্তে পড়ে যানবাহনের এ¯্র‹ল ও পাতি ভেঙ্গে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাছাড়া ভাঙ্গাচুড়া সড়কে যানবাহন চলাচলের কোন শৃংখলা নেই। যে যেভাবে পারছে সে সেভাবেই চলছে। এতে করে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা বাড়ছে। চলন্ত যানবাহনের পিছনের উড়ান্ত ধুলোয় পথচারীরা দিশাহারা হয়ে পড়ছে। ধুলোর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এ জন্য অনেকেই আগে থেকে মুখে মাক্স ব্যবহার করছে।

গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে  বলেন, বর্ষাকালে ভাঙ্গাচুড়া সড়কের কাদা পানির বিড়ম্বনা আর এখন ধুলো বালিতে সড়কে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের ধুলোয় স্থানীয় অনেকেই শ্বাসকষ্ট সহ নানা অসুখে ভুগছেন।

গদাইপুর গ্রামের চাষী রফিকুল ইসলাম জানান, ক্ষেতের লাউ, সিম শাক-সবজীর ফলন ভাল হয়েছে। কিন্তু খাওয়ার উপায় নেই। সড়কের ধুলোর স্তরের ঢেকে পড়েছে। পানি দিয়ে ভাল ভাবেই ধুলেও শাক-সবজী থেকে ধুলো উঠছে না। উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক অশোক পাল জানান, সড়কের ধুলোবালিতে নার্সারির ছোট চারার ক্ষতি হচ্ছে। ঠিক মতো বাড়ছে না, ধুলো বালিতে বিবর্ণ হয়ে পড়েছে। ব্যবসায়ীরা চারা দেখে কিন্তে আগ্রহী হচ্ছে না। প্রতিদিন পানি দিয়ে চারা সতেজ রাখতে হচ্ছে, এতে করে বাড়তি খরচও হচ্ছে।

সড়ক সংলগ্ন বাড়ীর গৃহিনী রহিমা আক্তার বলেন, রান্না ঘরে কাপড় দিয়ে আলাদা পর্দা লাগিয়ে ধুলো বালি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেও তা সম্ভব হচ্ছে না। ঘরের বিছনা পত্র, আসবাব পত্র দিনে তিন/চার বার পরিষ্কার করতে হয়ে একদিন পরিষ্কার না করলে দেখে মনে হয় কয়েক বছরের পুরোনো। পাইকগাছা কলেজের অধ্যাপক আজিজুর রহমান বলেন, বাসা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বের হই। কর্মস্থলে পৌছানোর আগেই  ধুলোবালিতে বিবর্ণ হয়ে যায়।  চোখে মুখে ধুলো বালি লেগে থাকে।

রাস্তা সংলগ্ন বাজারের মুদি দোকানদার আমিরুল, উত্তম, মনিরুল, শফিকুল বলেন সড়কের ধুলোয় প্রতিদিন দোকানের মালামালে ধুলোর স্তর পড়ছে। দেখলে মনে  হয় কয়েক বছরের পুরোনো। সকাল বিকাল মালামাল পরিষ্কার করতে হচ্ছে। ধুলোবালি থেকে রক্ষা পেতে নতুন বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির  নেতৃবৃন্দ প্রতিদিন মেশিনের সাহায্য পাইপ দিয়ে বাজার এলাকায় পানি  ছিটাচ্ছে। এছাড়াও গদাইপুর, বোয়ালিয়া মোড়, সরল সহ বিভিন্ন বাজার ব্যবসায়ীরা সড়কে পানি ছিটিয়ে ধুলা থেকে রক্ষা পেতে চেষ্টা করছে। এ ব্যাপারে খুলনা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মামুন কাওছার জানান, পাইকগাছার প্রধান সড়ক সংস্কারের জন্য ১৫ কোটি বরাদ্দ হয়েছে। সড়কের সাড়ে ১১ কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার খোলা হয়েছে। খুব তাড়াতাড়ি ঠিকাদার নিয়োগ হবে এবং ঠিকাদার নিয়োগ হলে আগামী ১৫ দিনের মধ্যে সড়কে কাজ শুরু হবে।





পরিবেশ এর আরও খবর

পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্রে কাঠ বিড়ালিও বাসা বেধেছে পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্রে কাঠ বিড়ালিও বাসা বেধেছে
পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)