শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

SW News24
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
৩ বার পঠিত
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল

নীল আকাশে সাদা-কালো মেঘের খেলা, তার নিচে বাতাসে দুলছে শুভ্র কাশফুল; এ যেন প্রকৃতির এক অনন্য কাব্য। ভাদ্র-আশ্বিন মাস এলেই শুরু হয় শরতকাল। বৃষ্টিভেজা দিন শেষে এ ঋতু আসে পবিত্রতা আর সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে। আকাশে মেঘের ভেলা, মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে শরৎ প্রকৃতিকে দেয় ভিন্ন মাত্রা।

শরতের কথা উঠলেই সবার আগে মনে আসে কাশফুলের কথা। নদীর পাড়, বালুচর, জলাভূমি কিংবা গ্রামের উঁচু জমিতে যেখানেই চোখ যায়, দেখা মেলে শুভ্র কাশফুলের রাজ্য। দূর থেকে মনে হয়, আকাশের সাদা মেঘ নেমে এসেছে জমিনে। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে। ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে শীত আসার বার্তাও দেয় এ ফুল। কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনেও। তাই এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসে নানা বয়সি মানুষ নদনদীর তীরে ফুটে থাকা কাশবনে।

খুলনার পাইকগাছা উপজেলার কাশিম নগর, পৌর সদর ও নদীর তীরে এখন এমনই নয়নাভিরাম দৃশ্য দেখে মন হারায়। দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাটিতে। প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছে, কেউ-বা নীরবে দাঁড়িয়ে উপভোগ করছে শরতের নিসর্গ। দর্শনার্থী রবিউল ইসলাম বলেন, গোধূলির সময় মাঠ জুড়ে সবুজের সমারোহে যখন কাশফুল বাতাসে দুলতে থাকে, তখন মনটা অন্যরকম প্রশান্তি পায়। মনে হয়, প্রকৃতি যেন আমাদের জন্যই সাজিয়েছে।

কলেজ শিক্ষার্থী বিলকিচ জাহান জানান, কাশফুলের হেলেদুলে থাকা দৃশ্য চোখ জুড়িয়ে যায়। অনেকেই শুধু এই দৃশ্য দেখতেই দূরদূরান্ত থেকে আসছেন। আরেক দর্শনার্থী পারভীন ইসলাম বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের দোলায় প্রকৃতি সত্যিই অপূর্ব লাগে।

পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি বলেন, ঋতু পরিক্রমায় শরৎ এসে গেছে। কাশফুল প্রকৃতিকে দিয়েছে নতুন রূপ। শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের সংস্কৃতিরও অংশ। উপকূল এলাকার এই কাশবনের সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কাশফুলের আদি নিবাস রোমানিয়া। বাংলাদেশে এটি প্রাকৃতিকভাবে জন্মে এবং গ্রামের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কাশফুলের রয়েছে বহুবিধ গুণাগুণ।

 





পরিবেশ এর আরও খবর

খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড় বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব
বছরে তৈরি প্লাস্টিক বর্জ্যের ৬০ ভাগ পরিবেশে মিশছে বছরে তৈরি প্লাস্টিক বর্জ্যের ৬০ ভাগ পরিবেশে মিশছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)