শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
![]()
নীল আকাশে সাদা-কালো মেঘের ভেলা, নিচে বাতাসে দুলছে শুভ্র কাশফুল। এ যেন শরতের এক জীবন্ত চিত্রকল্প, প্রকৃতির এক অনন্য কাব্য। ভাদ্র-আশ্বিন মাস শরতকাল। বৃষ্টিভেজা দিন শেষে এ ঋতু আসে পবিত্রতা আর সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে। আকাশে মেঘের ভেলা, মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে শরৎ প্রকৃতিকে দেয় ভিন্ন মাত্রা।
শরতের কথা উঠলেই সবার আগে মনে আসে কাশফুলের কথা। নদীর পাড়, বালুচর, জলাভূমি কিংবা গ্রামের উঁচু জমিতে যেখানেই চোখ যায়, দেখা মেলে শুভ্র কাশফুলের রাজ্য। দূর থেকে মনে হয়, আকাশের সাদা মেঘ নেমে এসেছে জমিনে। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে। ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে শীত আসার বার্তাও দেয় এ ফুল। কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনেও। তাই এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসে নানা বয়সি মানুষ নদনদীর তীরে ফুটে থাকা কাশবনে।
খুলনার পাইকগাছা উপজেলার কাশিম নগর, পৌর সদর ও নদীর তীরে ফুটে ওঠা শুভ্র কাশফুল বন পরিণত হয়েছে মানুষের কাছে দর্শনীয় স্থানে। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের সঙ্গে মিলেমিশে দুলতে থাকা কাশফুলের ঢেউ প্রকৃতিকে করে তুলেছে আরও স্নিগ্ধ ও শান্ত। এখন এমনই নয়নাভিরাম দৃশ্য দেখে মন হারায়। দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাটিতে। প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছে, কেউ-বা নীরবে দাঁড়িয়ে উপভোগ করছে শরতের নিসর্গ। দর্শনার্থী রবিউল ইসলাম বলেন, গোধূলির সময় মাঠ জুড়ে সবুজের সমারোহে যখন কাশফুল বাতাসে দুলতে থাকে, তখন মনটা অন্যরকম প্রশান্তি পায়। মনে হয়, প্রকৃতি যেন আমাদের জন্যই সাজিয়েছে।
কলেজ শিক্ষার্থী বিলকিচ জাহান জানান, কাশফুলের হেলেদুলে থাকা দৃশ্য চোখ জুড়িয়ে যায়। অনেকেই শুধু এই দৃশ্য দেখতেই দূরদূরান্ত থেকে আসছেন। আরেক দর্শনার্থী পারভীন ইসলাম বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের দোলায় প্রকৃতি সত্যিই অপূর্ব লাগে।
পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি বলেন, ঋতু পরিক্রমায় শরৎ এসে গেছে। কাশফুল প্রকৃতিকে দিয়েছে নতুন রূপ। শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের সংস্কৃতিরও অংশ। তবে দর্শনার্থীরা প্রতিদিন গোছা গোছা ফুল তুলে নিয়ে যাওয়ায় বনের সৌন্দর্য ম্লান হচ্ছে। উপকূল এলাকার এই কাশবনের সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কাশফুলের আদি নিবাস রোমানিয়া। বাংলাদেশে এটি প্রাকৃতিকভাবে জন্মে এবং গ্রামের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কাশফুলের রয়েছে বহুবিধ গুণাগুণ।
প্রকৃতির বুকে ফোটা কাশফুলের শুভ্রতা তরুণ সমাজে ছড়িয়ে দিচ্ছে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসার বার্তা। তাই শরৎ এলেই পাইকগাছাবাসী কাশফুলের শুভ্র রঙে উৎসবে পায় এক নতুন আবেগ।






তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্রে কাঠ বিড়ালিও বাসা বেধেছে
পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত 