শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরার শ্রীপুরে এক আওয়ামীলীগ কর্মীর বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ
মাগুরার শ্রীপুরে এক আওয়ামীলীগ কর্মীর বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদা গ্রামের খোকা শেখ নামে এক আওয়ামীলীগ কর্মীর বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখল করে দোকানঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য স্বপন মন্ডল শ্রীপুর থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আর এ কাজের মদদ দিচ্ছেন তার আপন চাচাতো ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা জিয়া শেখ। জিয়া শেখ দ্বারিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সে চরমহেশপুর গ্রামের আকবর শেখের ছেলে।
ঘটনার শিকার চরগোয়ালদা গ্রামের স্বপন মন্ডল অভিযোগ করে জানান, প্রায় ৬ মাস পূর্বে তিনি মহেশপুর মৌজার সাবেক দাগ নং-৯৯০ এবং হাল দাগ নং-১৪৪০-এর থেকে ছয় শতক জমি ক্রয় করেন। কিন্তু হঠাৎ চরমহেশপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে খোকা শেখ তার জমিতে ঘর তৈরীর উদ্দেশ্যে বালু ফেলেন। এ বিষয়ে খোকা শেখকে জিজ্ঞাসা করলে বলেন, এখানে আওয়ামীলীগের অফিস বানানো হবে। তাই তিনি বালু ফেলেছেন। খোকা কয়েক বছর পূর্বেও বি.এন.পির রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে সে এলাকায় আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে বলে জানা গেছে। স্বপন মন্ডল আরো বলেন, ঘর তৈরীর জন্য খোকা শেখ বালু ফেললেও একাজের পুরো মদদ দিচ্ছেন তারই আপন চাচাতো ভাই জিয়া শেখ। জিয়া দ্বারিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনিও কয়েক বছর পূর্বে বি.এন.পি’র স্থানীয় কর্মী ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নব্য আওয়ামীলীগের নেতা ও কর্মী সেজে তাঁরা এলাকায় এধরনের আরোও অনেক অপকর্মেও সাথে জড়িত আছে বলে জানা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন বলেন, অন্যায়ভাবেই খোকা শেখ স্বপন মন্ডল এর জায়গা দখল করে সেখানে ঘর তোলার অপচেষ্টা করছে। আমি স্পষ্ট বলে দিয়েছি হিন্দুদের জমিতে এই ধরনের কাজ যেন না করা হয়। তবে খোকা শেখের চাচাতো ভাই আওয়ামীলীগ নেতা জিয়া বলেন, এ ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।
শ্রীপুর থানার ওসি মো: রেজাউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে অন্যায়ভাবে কোন ঘর তুলতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ বিষয়ে জিয়া শেখকে বলে দিয়েছি সেখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে।