শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত
৯০২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ ॥

উৎসবমূখর পরিবেশে খুলনার প্রান্তিক জনপদ পাইকগাছার গদাইপুরে অনুষ্ঠিত হলো ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি। বুধবার (১৪ সেপ্টেম্বর) শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে উপকূলের পড়–য়াদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা।

কর্মসূচির আওতায় ছিল রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘এসো সবুজের আহ্বানে, গড়ি সবুজ উপকূল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের একদল পড়–য়া পরিবেশ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করে। বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র বিশেষ সংখ্যা।

---

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট স. ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. ইব্রাহীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এইচ এম সাকিল আহমেদ, কপিলমুনি শাখার ব্যবস্থাপক মো. জাফর ইকবাল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ইমদাদুল হক, আফরা নাজলীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জলি রানী শীল।

---

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূল সুরক্ষায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপকূল অঞ্চল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছ্বাস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এইসব কারণে আজকের পড়–য়ারা ঝুঁকির মুখে আছে। শিক্ষা ক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এইসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে। পরিবেশ ও ব্যাপারে সচেতন হতে হবে। লেখালেখির মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক তথ্য আহরণের পাশাপাশি সচেতন হয়ে উঠতে পারে।

অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল আয়োজক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ও সঙ্গীতা রানী। সূচনা বক্তব্য তুলে ধরেন সবুজ উপকূল কর্মসূচির স্থানীয় সংগঠক ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। এরআগে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে বিদ্যালয়ের দশম শ্রেণীর ময়ূরী ঘোষ ও তূর্ণা সরকার।

অনুষ্ঠানের শুরুতে সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির ব্যানার নিয়ে একটি শোভাযাত্রা বিদ্যালয়ের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে পরিবেশ পর্যবেক্ষণ দলের পক্ষ থেকে পরিবেশ প্রতিবেদন উপস্থাপন করে দশম শ্রেণীর সুরাইয়া আক্তার রীনা। এই পর্যবেক্ষণ দলটি পাইকগাছার বোয়ালিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদন খামার পরিদর্শন করে এবং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। এ প্রতিবেদনের পুরস্কার অর্জন করে সুরাইয়া ইয়াসমিন ও সুরাইয়া আক্তার রীনা।

অনুষ্ঠানে ৪টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ৯ম-১০ম শেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের ফারজানা আক্তার, দ্বিতীয় হয়েছে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের নাসরিন সুলতানা উর্মি, তৃতীয় হয়েছে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তুলি বিশ^াস। ষষ্ঠ-অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় প্রথম হয়েছে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রাসমনি সাধু, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের নাজিয়া ফেরদৌস, তৃতীয় হয়েছে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস। একই শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত ছবিআঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রাসমনি সাধু, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের হাসনা থাকুন সুমাইয়া, তৃতীয় হয়েছে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের রাইসুল ইসলাম। ষষ্ঠ-দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত সংবাদ লিখন প্রতিযোগিতায় প্রথম হয়েছে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মরিয়াম আক্তার লিয়া, দ্বিতীয় হয়েছে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের তাজিয়া স্বর্না, তৃতীয় হয়েছে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তূর্ণা সরকার।

---

গাছের চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়। দ্বিতীয় অংশ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আয়োজক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

কর্মসূচিতে সহ-আয়োজক হিসাবে থাকছে উপকূলের স্কুল পড়–য়াদের সংগঠণ আলোকযাত্রা দল, আইটি পার্টনার হিসাবে থাকছে ডটসিলিকন, মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা ও দৈনিক সমকাল।

এবার উপকূলের ১৪টি জেলার ১৯টি উপজেলার ২০টি স্থানে এ কর্মসূচির আয়োজন করা হবে। পাইকগাছায় তৃতীয় কর্মসূচি অনুষ্ঠিত হলো। এরআগে এবার সাতক্ষীরার শ্যানগরের মুন্সীগঞ্জ ও গাবুরায় পৃথক দু’টি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবার

এবার সমগ্র উপকূলে ২০টি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিতে ১০০ স্কুলের প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। এ নিয়ে তিন বছরে উপকূলের ২৫৬টি স্কুলে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী সবুজ উপকূল কর্মসূচির আওতায় আসছে। স্কুল শিক্ষার্থীরা পেয়েছে পরিবেশ সচেতনতার বার্তা, যা তাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সবুজ উপকূল কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ১০টি জেলার ১৩টি উপজেলার ৪০টি স্কুলের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে যুক্ত হয়। পরের বছর ২০১৬ সালে ১৪টি জেলার ২৫টি উপজেলার ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এবারের কর্মসূচি বাস্তবায়িত হলে তিন বছরে উপকূলের ২৫৬টি স্কুলে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী সবুজ উপকূল কর্মসূচির আওতায় আসবে।





প্রধান সংবাদ এর আরও খবর

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন ৭ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন ৭ প্রতিমন্ত্রী
বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত: আইজিপি বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত: আইজিপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)