মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় জেএসসি ও জেডিসি’র ৬৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৭৩ জন
খুলনায় জেএসসি ও জেডিসি’র ৬৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৭৩ জন
সারা দেশের ন্যায় খুলনায় কোমলমতি শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে জেএসসি’র বাংলা ১ম পত্র এবং জেডিসি’র কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। জেএসসিতে এবার পাঁচটি কেন্দ্র বেড়েছে। আগামী ১৮ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। গেল বছরও ১ নভেম্বর এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সূত্র জানায়, খুলনায় এ বছর জেএসসি ও জেডিসি’র ৬৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৭৩ জন। এর মধ্যে জেএসসি’র ৫৩টি কেন্দ্রে ৩৩ হাজার ৩৩৫ জন ও জেসিডি’র ১৪টি কেন্দ্রে ৪ হাজার ৩৩৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গেল বছর জেএসসি ও জেডিসি’র ৬২টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৬৪ জন। এর মধ্যে জেএসসি’র ৪৮টি কেন্দ্রে ৩৩ হাজার ৪৯ জন এবং জেডিসি’র ১৪টি কেন্দ্রে ৪ হাজার ১৫ জন পরীক্ষার্থী ছিল। তবে এ বছর জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী বেড়েছে ৬০৯ জন। এর মধ্যে জেএসসিতে বেড়েছে ২৮৬ জন এবং জেডিসিতে বেড়েছে ৩২৩ জন।
জেএসসিতে এ বছর নতুন কেন্দ্রগুলো হচ্ছে নগরীর ফাতিমা উচ্চ বিদ্যালয়, খানবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন ও নগরীর সোনাডাঙ্গা এলাকার খুলনা কলেজিয়েট স্কুল। এছাড়া জেএসসি’র বাকি কেন্দ্রগুলো হচ্ছে, খুলনা জিলা স্কুল, দৌলতপুর মহাসিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রোটারী মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, চালনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, আর কে বি কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, পাইকগাছা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে মাধ্যমিক বিদ্যালয়, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, দিব্যাপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা বি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামিরা বাজার মাধ্যমিক বিদ্যালয়, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়, এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, আমাদী জায়গীরমহল তকিমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ভিকেএসএ গিলাবাড়ী পাঞ্জুগাজী ইউনাইটেড একাডেমী, ইখড়ী কাটেঙ্গা এফএইচ মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয়, খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ ও জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়।
জেডিসি’র কেন্দ্রগুলো হচ্ছে খুলনা আলিয়া মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, শিরোমনি আলিম মাদ্রাসা, সামন্তসেনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, ইখড়ী দাখিল মাদ্রাসা, মধুগ্রাম ইসলামিয়া আলীম মাদ্রাসা, ডুমুরিয়া মজিদিয়া আলীম মাদ্রাসা, চুকনগর বিল্লালিয়া আলীম মাদ্রাসা, চালনা বিল্লালিয়া আলীম মাদ্রাসা, হাবিব নগর এসকেডিএস ফাজিল মাদ্রাসা, পাইকগাছা আলীম মাদ্রাসা, কয়রা উত্তরচক আমিনীয়া কামিল মাদ্রাসা, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা ও ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা।