শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক
প্রথম পাতা » বিবিধ » ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক
৪১৭ বার পঠিত
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক

---

 রামপ্রসাদ সরদার, কয়রা,   
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে আগামী ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের কোন ছাড় দেয়া হবেনা।

১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোঃ হযরত আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন , সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ হাবিবুর রহমান ও অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন। 
 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)