শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ১ জুন ২০২২
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
২৯৮ বার পঠিত
বুধবার ● ১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠান মবুধবার বিকালে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। ---দিবসের এবারের প্রতিপাদ্য ‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, গরু ও ছাগল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। দুধ উৎপাদনে বৈশি^ক সুচকেও কয়েক বছর ধরে বাংলাদেশে ধারাবাহিক অগ্রগতি অব্যহত রয়েছে। দুধ ও দুগ্ধজাত পণ্য সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্য। এবিষয়ে বহুমাত্রিক ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, গবাদি পশু পালনের মাধ্যমে দুধ উৎপাদন করলে খামারীরা লাভবান হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন। স্বাগত জানান জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুণ কান্তি মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এস এম আইয়ুব আলী। খামারীদের পক্ষে শেখ তোজাম্মেল হোসেন তুষার বক্তৃতা করেন।

দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)