শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
সোমবার ● ২২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির পল্লীতে প্রতিবন্ধী শিশু কন্যাকে বিষ পানে হত্যা করে মা’র আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির পল্লীতে প্রতিবন্ধী শিশু কন্যাকে বিষ পানে হত্যা করে মা’র আত্মহত্যা
৭৫৮ বার পঠিত
সোমবার ● ২২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির পল্লীতে প্রতিবন্ধী শিশু কন্যাকে বিষ পানে হত্যা করে মা’র আত্মহত্যা

---

আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির পল্লীতে প্রতিবন্ধী শিশু কন্যাকে বিষ পানে হত্যার পর মা নিজে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে। আতœহননকারী ওই গ্রামের উত্তম মন্ডলের স্ত্রী শান্তি রানী (৩২) ও হত্যার শিকার প্রতিবন্ধি কন্য তমালিকা (৬)।

সরজমিনে ঘুরে উত্তম মন্ডলেন ২ মেয়ের মধ্যে বড় মেয়ে সপ্তম শ্রেণি পড়–য়া তন্দ্রা (১৩)ু জানায়, সকালে প্রতিদিনের ন্যয় তার ঘুম ভাঙ্গার আগেই তার বাবা মৎস্য ঘেরে চলে যায়। মা বাহিরে সংসারের অন্যান্য কাজ করতে থাকায় তন্দ্রা রান্না করতে যায়। ৯ টার দিকে সে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে ঘরে ঢুকেই দেখতে পায় মা বিষক্রিয়ায় ছটফট করছে, গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পাশেই তার প্রতিবন্ধী বোন তমালিকার (৬) মৃত্যু দেহ নিথর হয়ে মূখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার ডাকচিৎকারে পার্শ্ববর্র্তী লোকজন ছুটে ঘটনাস্থলে পৌছেই পার্শ্ববর্তী ডাক্তারকে খবর দেয়। ডাক্তার পৌছাতেই চিকিৎসা শুরুর আগেই শান্তি রানীও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমনই লহমর্ষক ঘটনার সঠিক রহস্য না জানলেও, তন্দ্রা জানায় মা শান্তি রানী তার শারিরিক প্রতিবন্ধী শিশু বোনটির পরিচর্যা করতে করতে অতিষ্ট হয়ে মাঝে মধ্যে আত্মহত্যার শ্লোলক গাইত। সর্বশেষ সম্প্রতি জনৈক এক কবিরাজের মন্তব্য ও চিকিৎসায় মানুষিকভাবে হতাশাগ্রস্ত ও অতিষ্ঠ হয়ে ধৈর্য্য আর মানবতার কাছে হার মেনে মা মেয়েকে বিষ পান করিয়ে হত্যা করে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবারসহ প্রতিবেশীদের ধারনা।

এ খবরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় ২৬(১০)১৮ নং অপমৃত্যু মামলা দায়ের এবং লাশদ্বয় ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ