শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » দাকোপে অস্ত্র গুলিসহ গ্যাস কোম্পানির এ্যাডমিন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » দাকোপে অস্ত্র গুলিসহ গ্যাস কোম্পানির এ্যাডমিন গ্রেফতার
৪০২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপে অস্ত্র গুলিসহ গ্যাস কোম্পানির এ্যাডমিন গ্রেফতার

---

দাকোপ প্রতিনিধি।

দাকোপে থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও এক রাউন্ড গুলিসহ বিএম এনার্জি বিডি লিঃ গ্যাস কোম্পানির অপারেশন আইটি বিভাগের এ্যাডমিন অফিসার মোল্যা মাকসুদ হাসান (৩৫) কে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ সি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আব্দুলাহ বিন কালাম‘র নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার পানখালী ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। দাকোপের চালনা থেকে ছেড়ে আসা বিএম কোম্পানির একটি মাইক্রোবাস ফেরীঘাটে পৌছালে গাড়িটিকে থামিয়ে তল্লাসী করা হয়। এ সময় গাড়িটির ভিতরে থাকা কোম্পানির এ্যাডমিন মাকসুদ হাসানের কাছে থাকা ব্যাগ থেকে একটি বিদেশী রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। মাকসুদ হাসান আডংঘাটা থানার রায়ের মহল এলাকার এবিএম সেলিমের পুত্র। এ ঘটনায় থানা পুলিশের এস আই পলাশ কুমার দাস বাদী হয়ে ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট আইনে ১৯/এ ধারায় থানায় একটি মামলা দায়ের করেছে যার নং-১৩। থানা অফিসার ইনচার্জ মোঃ মোকাররম হোসেন বলেন, অস্ত্র গুলিসহ মাকসুদকে আটকের পর মামলা দায়ের করা হয়েছে। গতকাল সেমাবার আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করা হবে।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)