রবিবার ● ৫ মে ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় মেইন সড়কের উপর হেলেপড়া গাছে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে
পাইকগাছায় মেইন সড়কের উপর হেলেপড়া গাছে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় মেইন সড়কের উপর একটি শিরিশ গাছ হেলে পড়ায় যানবাহন চালচল ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ভারী ও উচু যানবাহন চলাচলে মারাত্বকভাবে বিঘিœত হচ্ছে। মাঝেমধ্যে গাছের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কের উপর ঝুঁকিপূর্ন হেলে পড়া গাছটি না কাটায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা জানিয়েছে।
জানাগেছে, পাইকগাছা আঠারো মাইল সড়কের মুক্তির মোড়ে দক্ষিন পাশে রাস্তার উপর একটি রোড শিরিশ গাছ হেলে পড়েছে। গাছটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটি গাছের উপর হেলে পড়েছে। রাস্তার উপর গাছটি হেলে পড়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝেমধ্যে হেলেপড়া গাছটির সঙ্গে যানবাহনের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। ট্রাক চালক মোতালেব হোসেন জানান তিনি কুষ্টিয়া থেকে বালি নিয়ে ভোরবেলা হেলেপড়া গাছটি অতিক্রমের সময় তিনি বুঝতে না পারায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগায় ত্রিফল ছিড়ে গেছে। পাইকগাছা-ঢাকা রুটের মামুন পরিবহনের চালক মাহবুবুর রহমান জানান, গাছটি খুব ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। ঐ স্থান পার হওয়ার সময় খুবই ভয় লাগে। কখন গাছের সঙ্গে ধাক্কা লাগে। গাছটি কেটে না ফেললে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, রাস্তার উপর হেলেপড়া গাছটি পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ন এ গাছটি কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গাছকাটা শ্রমিক না পাওয়ার কারনে গাছটি কাটতে দেরি হচ্ছে। তবে আগামীকালের মধ্যে গাছটি অপসারন করা সম্ভব হবে বলে তিনি জানান। গাড়ীর চালক ও এলাকাবাসী দুর্ঘটনা রোধে রাস্তার উপর হেলে পড়া ঝুকিপূর্ন গাছটি অতিসত্বর কেটে ফেলার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।






মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খাল
পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি
পাইকগাছায় রাস্তা থেকে উচু ও গাইডপোষ্ট বিহীন শিবসা ব্রিজ যেন মরণফাঁদ
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে স্বদেশ বিচিত্রার সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা বিনিময়
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ
হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি; আটক ১০ 