শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » সারাদেশ » আশাশুনির হাজরাখালী নদী ভাঙ্গনে শলিল সমাধি হওয়া মুক্তিযোদ্ধার লাশ ২১ ঘন্টা পর উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আশাশুনির হাজরাখালী নদী ভাঙ্গনে শলিল সমাধি হওয়া মুক্তিযোদ্ধার লাশ ২১ ঘন্টা পর উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনির হাজরাখালী পাউবো’র বেড়ীবাঁধ ভাঙ্গন পার হতে গিয়ে শলিল সমাধি হওয়া মুক্তিযোদ্ধার লাশ প্রায় ২১ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিহত মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী খোলপেটুয়া নদীর চর থেকে মুক্তিযোদ্ধা সামাদ সানা ওরফে পীর আলীর (৬৫) মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, থানা নবাগত অফিসার ইনচার্জ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ। দাফন শেষে তার পরিবার বর্গের হাতে জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সরকারী অনুদান হিসেবে দশ হাজার টাকা পৌছে দেন। তিনি তার পরিবারবর্গকে দুর্যোগকালীন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা প্রদানে আশ^াস দেন। প্রসঙ্গতঃ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাজরাখালী গ্রামের সদ্য মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। সম্প্রতি আম্পানের আঘাতে পাউবোর খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গন পার হতে গিয়ে নদীর শ্রোতের তোড়ে ভেসে গিয়ে উধাও হয়ে যায়। সে থেকে তার কোন সন্ধান মেলেনি। অবশেষে পরদিন সকাল সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী নদীর চরে তার সন্ধান মেলে। এখবরে পরিবারের লোকজন নিয়ে এলাকাবাসী মুক্তিযোদ্ধা পীর আলীর লাশ উদ্ধার করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের খবর দেন। মুক্তিযোদ্ধা পীর আলীর মৃত্যুতে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।