বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে নব কুমারের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে নব কুমারের মানবেতর জীবন যাপন
![]()
পাইকগাছায় অতিবৃষ্টিতে মাটির ঘরে দেওয়াল ধ্বসে পড়ায় পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছে নব কুমার।
উপজেলার গদাইপুর গ্রামে নব কুমার পুরাতন মাটির দেওয়ালে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। উপরে শত ছিদ্রের টিনের চালে ছেড়া ত্রিপল দিয়ে ঢাকা। মাটির দেওয়ালের পাশে পলিথিন টানিয়ে নব কুমার বসবাস করেন। সোমবার অতি বৃষ্টিতে একমাত্র বসবাসের মাটির ঘরের পিছনের দেওয়াল ভেঙ্গে পড়েছে। মাটির ঘরের বাকি দুই পাশের দেওয়ালে ফাটল ধরেছে। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। তারপরও বসবাসের কোন জায়গা না থাকায় ভাঙ্গা মাটির দেওয়ালে পলিথিন টানিয়ে নব কুমার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। নব কুমার তার তিন সদস্যর পরিবার নিয়ে ঘরের এক পাশের দেওয়াল ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন।
গত কয়েক দিনের ভারি বর্ষনে এলাকা পানিতে তলিয়ে যায়। নব কুমারের ঘরের পিছনে পানি জমে থাকে। এতে তার ঘরের পিছনের দেওয়াল ধ্বসে পড়ে। নব কুমার পেশায় একজন হত দরিদ্র নাপিত। সে গদাইপুর বাজারে নাপিতের কাজ করে জীবিকা নির্বাহ করে। তার সামান্য আয়ের উপর নির্ভর করে চলে তার সংসার। তার স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তার মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে পড়া এ যেন মরার উপর খাঁড়ার ঘা। হত দরিদ্র নব কুমার বলেন, অতি বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙ্গে পড়ায় মেরামত করার মত অর্থ তার কাছে নেই। তাই সে স্থানীয় প্রশাসন বা কোন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনা করেছে।






মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খাল
পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি
পাইকগাছায় রাস্তা থেকে উচু ও গাইডপোষ্ট বিহীন শিবসা ব্রিজ যেন মরণফাঁদ
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে স্বদেশ বিচিত্রার সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা বিনিময়
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ
হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি; আটক ১০ 