শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার অভিযোগ : কর্তনকৃত গাছ জব্দ করে বন বিভাগে আনার নির্দেশ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার অভিযোগ : কর্তনকৃত গাছ জব্দ করে বন বিভাগে আনার নির্দেশ
৩৯২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার অভিযোগ : কর্তনকৃত গাছ জব্দ করে বন বিভাগে আনার নির্দেশ

---

‌এস ডব্লিউ নিউজ:

পাইকগাছায় মামা-ভাগ্নে কর্তৃক সরকারি রাস্তার পাশে কর্তৃনকৃত গাছ বনবিভাগে নেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বনকর্মকর্তা প্রেমানন্দ রায়কে এ নির্দেশনা দেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানীকালে ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী এ আদেশ দেন। উল্লেখ্য, গত ২ নভেম্বর উপজেলার মেলেকপুরাইকাটি মদন সাধু ও তার ভাগ্নে বনবিভাগের কর্মচারী চম্পক সাধু প্রায় অর্ধলক্ষ টাকার ৩টি মেহগনী গাছ কর্তন করতে থাকলে এলাকাবাসী বাধা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে, তিনি সহকারী কমিশনার (ভূমি) মাধ্যমে গাছকাটা বন্ধ করে দেন। এ সময় কর্তনকৃত যাবতীয় গাছের অংশ স্থানীয় ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটনের হেফাজতে সংরক্ষণের নির্দেশ দিলেও মদন সাধু তার কাছে দেয়নি বলে শেখ জাকির হোসেন লিটন জানান। এ ব্যাপারে মদন সাধু জানায়, আমার জমির পাশে সরকারি রাস্তার উপর এ গাছগুলি আমি লাগিয়েছি। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দের নিকট বন বিভাগের অনুমতির বিষয় জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো বন বিভাগে আনার ব্যবস্থা করা হচ্ছে।





আর্কাইভ