সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » হেয়ালী মন
হেয়ালী মন

হেয়ালী মন
মাধুরী রাণী সাধু
মনের ভিতর চাওয়াটাকে
পারি বুঝতে দামি
মন বুঝুক না বুঝুক
বাস্তবতার সামনে আমি।
মাঝে মধ্যে মনের ভিতর
ময়ুর ডানা মেলে
মনটা আমার চায় যেতে
নিয়মের গন্ডি ফেলে।
যেখানে থাকবে সবুজের মেলা
পাখির ডানায় উড়ে যাবো
প্রকৃতির মেলায় ঘুরে ঘুরে
তোমায় খুঁজে নেবো।
সবুজ শ্যামল প্রকৃতির বুকে
হাটবো খালি পায়ে
ধানের শীষের পরশ আমার
লাগবে সারা গায়ে।






আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 