শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।
৩২৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান (৭৮) সোমবার রাত ১০ টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পাইকগাছায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।

জানা যায়, অধ্যক্ষ লুৎফর রহমান খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি পাইকগাছা কলেজে ১৯৭৩ সালে অধ্যাপনায় যোগদান করেন। পরবর্তীতে পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন । মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, গাজী রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এড জি এ সবুর, সম্পাদক আলহাজ্ব এড আবু সাইদ, জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, অধ্যাপক জি,এম আজহারুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, পাইকগাছা ষোলআনা সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্ত্তজা জামান আলমগীর রুলু, বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান মনি, ব্যবসায়ী দাউদ শরীফ, কাউন্সিলর তৈয়বুর রহমান, প্রভাষক ময়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)