শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আসামী কর্তৃক গ্রাম পুলিশদের মারপিট: থানায় মামলা আটক -২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আসামী কর্তৃক গ্রাম পুলিশদের মারপিট: থানায় মামলা আটক -২
৩৫৫ বার পঠিত
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আসামী কর্তৃক গ্রাম পুলিশদের মারপিট: থানায় মামলা আটক -২

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চৌকিদার কর্তৃক ওয়ারেণ্টভুক্ত আসামী জীবন সরদারকে  আটক করে থানায় জানানোর সময় আসামী ও তার ভাইদের মারপিটে দুই চৌকিদার আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌখালী বাজারে। এঘটনায় থানায় মামলা হয়েছে। জীবন সরদার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামী দ্বারা মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। গ্রাম পুলিশদের পক্ষ থেকে মামলাটি করেছেন চৌকিদার সিরাজুল ইসলাম। পুলিশ জীবন সরদার (২৮) ও তার চাচাতো ভাই রাজু সরদার (২০) কে গ্রেপ্তার করেছেন।

চাঁদখালী ইউনিয়নের ফতেপুরের বাসিন্দা গ্রাম পুলিশ সিরাজুল জানান, গত ১৩ জানুয়ারী-তারিখে থানায় সপ্তাহিক হাজিরা ও চৌকিদার প্যারেডে ওসি স্যার সরকারী দায়িত্ব-কর্তব্য অংশ হিসেবে ওয়ারেন্ট তামিল, মাদক, চোর-ডাকাত ও বহিরাগতদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেন। স্যারের নির্দেশনা মেনে ১৫ জানুয়ারী সন্ধ্যায় দফাদার আফসার সানা, চৌকিদার ফিরোজ সহ গ্রাম পুলিশরা মৌখালী নরিম সানার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর গিয়ে অবস্থান করি। এ সময় জিআর ২৭৭/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চোর জীবনকে ধরে ফেলে থানায় মোবাইল করি। জীবন ধস্তা-ধস্তি শুরু করে আমাদের উপর চড়াও হয়ে অকথ্যভাবে গালি-গালাজ ও কিল-ঘুষি মেরে আঘাত করে। ঘটনার সময় জীবনের চাচাতো ভাই রাজু, আকবর তাকে সহয়তা করে। এ ঘটনায় গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বাদী হয়ে জীবন,রাজু, আকবর সহ অনেকের নামে শনিবার থানায় মামলা করেছেন,যার নং ১৭। ওসি মোঃ এজাজ শফী বলেনন সরকারী দায়িত্ব পালনের সময় গ্রাম পুলিশদের মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত জীবন ও তার চাচাতো ভাই রাজুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে





আর্কাইভ