শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বৃষ্টিতে সড়কে হাটু পানি ;ভোগান্তি চরমে
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বৃষ্টিতে সড়কে হাটু পানি ;ভোগান্তি চরমে
৩১৫ বার পঠিত
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে বৃষ্টিতে সড়কে হাটু পানি ;ভোগান্তি চরমে

---

এম. আব্দুল করিম কেশবপুর থেকে:

যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার বিকালে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের ডাকবাংলো ও পৌরসভা সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। যার ফলে সড়ক দুটির পাশে বসবাসকারী মানুষের বাড়ির ভেতর পানি ঢুকে পড়েছে। হঠাৎ বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ও বাড়ির ভেতর পানি উঠে আসায় শহরে বসবাসকারী ও পথচারী মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। উপজেলা কৃষি অফিস ৪ ঘন্টায় বৃষ্টির রেকর্ড ধারণ করেছেন ৬০ মিলিমিটার। বৃষ্টিতে কপোতাক্ষ ও হরিহর নদে পানি বৃদ্ধি পেয়েছে। গুমোট গরমের ভেতর বিকালে  দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে প্রায় ৪ ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। ডাকবাংলো সড়কের পাশে বসবাসকারী জনাব আলী বলেন, তাদের বাড়ির ভেতরও প্রায় হাটু সমান পানি জমে গেছে। শহরের পোস্ট অফিস পাড়ায় বসবাসকারী দীন ইসলাম বলেন, বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় এলাকায় মানুষ বিপাকে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, বৃষ্টিতে কপোতাক্ষ ও হরিহর নদে পানি বৃদ্ধি পেয়েছে। ৪ ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ায় ৬০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ধারণ করা হয়েছে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর পানি নেমে যেতে শুরু করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)