শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামকে সোনার নৌকা দিয়ে গণসংবর্ধনা
সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামকে সোনার নৌকা দিয়ে গণসংবর্ধনা
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তকে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে সোনার নৌকা দিয়ে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্তা পুরাতন বাজার চত্ত্বরে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর হাতে সোনার তৈরী নৌকা দিয়ে তাকে সংবর্ধিত করেন। সাগরদাঁড়ী ইউনিয়নের কাস্তা-বারুইহাটী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর হাতে ফুলের তোড়া দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার হয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যারা গত নির্বাচনে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর বিরোধিতা করেছিলেন বলে নিজেরা তাদের বক্তব্যে জানিয়েছেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মুন্না ও সাংবাদিক শহিদুল ইসলামের সঞ্চলনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সংবর্ধিত চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজারুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, গাজীউর রহমান, মাষ্টার আমিনুর রহমান, আবুল কালাম, উৎপল কুমার গবিন্দ ও বুদ্ধদেব প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।