শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলা থানা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » মোংলা থানা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত
৩৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা থানা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

---



মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা’ এই স্লোগানকে সামনে রেখে মোংলা থানা কর্তৃক মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনাসভা/উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে মোংলা থানার আয়োজনে দিগরাজ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় মাদকের ক্ষতিকর দিক, মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী বিষয়ে আলোচনা করা হয়।


২নং বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান  বাবু উদয় শংকর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল। মাদক, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।


তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বুড়িরডাঙ্গা ইউপি আ’লীগের সভাপতি বাবু অর্ধেন্দু শেখর বিশ্বাস, দিগরাজ ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ বাবু তুষার কুমার গাইন, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরমানন্দ বিশ্বাস, দিগরাজ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্বাস আলী জোমাদ্দার, সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি।


এসময় মোংলা থানার এস আই অমিত বিশ্বাস ও পুলিশ সদস্যসহ অন্যদের মাঝে ইউপি সদস্য, মসজিদের ইমাম, পুরোহিত, ব্যাবসায়ী, সাধারণ জনগন উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)