শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পথ ভুলে আসা শিশু হাসানকে পরিবারে কাছে হস্তান্তর
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পথ ভুলে আসা শিশু হাসানকে পরিবারে কাছে হস্তান্তর
২৮৪ বার পঠিত
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পথ ভুলে আসা শিশু হাসানকে পরিবারে কাছে হস্তান্তর

 

 

পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছায়--- পথ ভুলে আসা হারিয়ে যাওয়া শিশু আবুল হাসান (৭) কে পুলিশ তার দাদীর কাছে হস্তান্তর করেছেন। শনিবার বিকেলে পাইকগাছা থানার নারী-শিশু ডেস্ক থেকে এআই বন্দনা পাল,এসআই সুকান্ত কর্মকার ও উপজলা সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান শিশু হাসানকে তার দাদী ফাতেমা (৬৩) ও প্রতিবেশি ব্যবসায়ী হাফেজ মোঃ মাহাবুবুর রহমান এর কাছে তুলেদেন। হাসান আশাশুনি থানার বড়দল গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে। তার মা’র নাম হাজেরা পারভিন। তার মা এখন অন্য স্বামীর সংসারে। জানাগেছে, হাসানকে শনিবার সকালে উপজেলার আগরঘাটা বাজারে চলা-ফেরা কালে গতিবিধি সন্দেহ হলে স্থানীয় ওয়ার্ড সদস্য বদরুল আলম তার হেফাজতে নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। এর পর তাকে থাসায় নিয়ে আসলে ওসি মোঃ জিয়াউর রহমান শিশুটির ঠিকানা সংগ্রহের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে সমাজসেবা অফিসার সরদার আলী আহসান ও নারী- শিশু ডেস্কে আসেন। ওসি’র দীর্ঘ চেষ্টার পর শিশুটির ঠিকানা সংগ্রহ করে শিশুটির বাড়ীতে খবর দেয়া হলে দাদী ও মাহাবুবুর থানায় আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়। দাদী ফাতেমা জানান, হাসান ৪ দিন পুর্বে কাউকে কিছু না জানিয়ে বাড়ী থেকে চলে আসে।





আর্কাইভ