শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত
২৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত

---পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় বিন¤্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, নৌ-পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে প্রভাত ফেরি শহিদ মিনারে উপস্থিত হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, থানা পুলিশের পক্ষ থেকে ওসি মোঃ জিয়াউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলা শাখার পক্ষে সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিএনপি’র পক্ষ থেকে উপজেলা শাখার আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, কমিউনিস্ট পার্টির পক্ষে এ্যাড. প্রশান্ত মন্ডল, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাইকগাছা সরকারি কলেজ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, উপজেলা পল্লী বিদ্যুৎ, লোনা পানি কেন্দ্র ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুরূপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসসহ আরো বক্তব্য রাখেন, বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, মাসুমা বেগম প্রমুখ।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)