

সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
এম. আব্দুল করিম, কেশবপুব (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ পালিত হয়েছে। দিনটি উদযাপনের লক্ষ্যে দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কাৃতিক অনুষ্ঠান, চিত্রাংকণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে সোমবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হেসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যন নাসিমা সাদেক চম্পা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন প্রমুখ।