শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সাহিত্য » সপ্তদ্বীপার সাহিত্য আসর
প্রথম পাতা » সাহিত্য »
সপ্তদ্বীপার সাহিত্য আসর
৩৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
সপ্তদ্বীপার সাহিত্য আসর
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড.শফিকুল ইসলাম কচি, পঞ্চানন সরকার, মোড়ল কওছার আলী, রোজি সিদ্দিকী, সামছুন নাহার, ফারজানা আক্তার ময়না, সমিরন ঢালী, লিয়াকত আলী, লুৱফর রহমান, শাহিন প্রমুখ।