শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২৭ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ঝড়ে লন্ডভন্ড মাদরাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ঝড়ে লন্ডভন্ড মাদরাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা
৩৬২ বার পঠিত
শুক্রবার ● ২৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ঝড়ে লন্ডভন্ড মাদরাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা

ফরহাদ খান, নড়াইল

বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে সামান্য একটু ঝড়ে লন্ডভন্ড হয়েছে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদরাসা। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঝড়ে ওয়াল করা টিনশেডের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনি ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে ঘরের আসবাবপত্র, ফ্যান, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

মাদরাসার ছাত্ররা জানায়, কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে ঘরের চালাসহ ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে। দ্রুত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তারা। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়। মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রুত মাদরাসায় এসে দেখি টিনের চাল উড়ে প্রায় দেড়শ ফুট দুরে গিয়ে পড়েছে। মাদরাসায় ৩২ জন আবাসিক.ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে জীবনযাপন করছেন। এ ব্যাপারে এমপি মহোদয়, ডিসি স্যার ও পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি। ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে হাফেজ, নুরানী ও জামাত বিভাগ রয়েছে।   নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসা পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব।  ---জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসাটি পুনঃনির্মাণে সহযোগিতা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)