

শুক্রবার ● ১০ জুন ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাগরদাঁড়ী মধুপল্লী পরিদর্শণ করলেন গ্রামীণ ব্যাংকের এমডি আব্দুর রহিম খাঁন
সাগরদাঁড়ী মধুপল্লী পরিদর্শণ করলেন গ্রামীণ ব্যাংকের এমডি আব্দুর রহিম খাঁন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
সাগরদাঁড়ী মধুপল্লী পরিদর্শণ করলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যন ও ব্যবস্থাপনা পরিচালক। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যন অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিম খাঁন বৃহস্পতিবার বিকালে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মধুপল্লী ও গ্রামীণ ব্যাংকের সাগরদাঁড়ী শাখা অফিস পরিদর্শণ করেছেন। এসময় তারা কপোতাক্ষ নদ বিদায়ী ঘাট, মধুপল্লীতে অবস্থিত কবির পৈত্রিক বসতভিটা, প্রসূতি স্থান ও তাদের ব্যবহারিত বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখেন। মধুপল্লী পরিদর্শণ শেষে তারা গ্রামীণ ব্যাংকের সাগরদাঁড়ী অফিসে উপস্থিত হলে গ্রামীণ ব্যাংকের সাগরদাঁড়ী শাখার পক্ষ থেকে চেয়ারম্যন ও ব্যবস্থাপনা পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান সাগরদাঁড়ী শাখার ব্যবস্থাপক বলরাম সরকার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এসময় তারা গ্রামীণ ব্যাংকের সাগরদাঁড়ী অফিসের সামনে ২টি ফলজ বৃক্ষ রোপন করেন। এ সফরে তাদের সাথে উপস্থিত ছিলেন, যশোর জোনের জোনাল ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, জোনাল অডিট অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মনিরামপুর এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ রইচ উদ্দিন, প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম ও গ্রামীণ ব্যাংক সাগরদাঁড়ী শাখার ব্যবস্থাপক বলরাম সরকার, সেকেন্ড অফিসার হারুনার রশিদ, অফিসার এখলাস উদ্দিন, জাহিদ হোসেন ও রেজাউল করিম প্রমুখ।