রবিবার ● ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখলে বাঁধা দেওয়ায় সংবাদকর্মী আলীম আহত
পাইকগাছায় জমি দখলে বাঁধা দেওয়ায় সংবাদকর্মী আলীম আহত
পাইকগাছায় বোনের জমি রক্ষা করতে গিয়ে চাচাতো ভাইদের হাতে সংবাদকর্মী আলীম মারপিটের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই বোনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউপি’র কাওয়ালী গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানিয়েছেন, কাওয়ালী গ্রামের মৃতঃ হান্নান গাজীর ছেলে সংবাদকর্মী গাজী আলিম ও তার বোন সহ চাচাতো ভাই জালাল গাজী গংদের সাথে জমির স্বত্ত্ব নিয়ে বেশকিছু দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ সহ পারিবারিক ভাবে বসাবসি হলেও কোন সমাধান হয়নি। এক পর্যায়ে আলীম প্রতিপক্ষ জালাল গাজী গংদের বিরুদ্ধে থানায জিডি করেন। এ সম্পর্কে গাজী আলীম জানান, বসতবাড়ী সংলগ্ন পিচের রাস্তার ধারে আমার বোন পরীন নাহারের প্রাপ্য ৪ শতক জমি রয়েছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে চাচাতো ভাই
ময়িদ,কামাল,বাদসা, জালাল গাজী গংরা বহিরাগত লোকজন নিয়ে এ জমি দখলের চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন এ সময় বাঁধা দিলে খায়রুল,মোকা গংরা মারপিট সহ গলাটিপে আমাকে হত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আলীম আরো অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি’র সুযোগ নিয়ে আমার বোন নাহারের -মেয়ে- জামাই মুনতাসির রহমান সিরাজ -সম্পা দম্পতি পরিকল্পিত ভাবে শনিবার সকালে সরদার বেড় থেকে প্রায় ১ বিঘা জমি দখলের চেষ্টা করে বাঁশঝাড় সহ গাছ-পালা কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে দু’ পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। এ অভিযোগ অস্বীকার করে সিরাজ-সম্পা দম্পত্তি এটি পারিবারিক বিষয় দাবী করে বলেন,শ্বাশুড়ির ওয়ারেশ সুত্রে পাওয়া এ জমি রক্ষার চেষ্টা করছি মাত্র। বরঞ্চ মামা শ্বশুর আলীম কৌশলে তার মতো করে সমস্ত জমি দখলে রাখার পাঁয়তারা করছেন । এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,জমি নিয়ে ভাই-বোনদের পারিবারিক বিরোধ মিমাংসার জন্য ইতোপুর্বে ইউনিয়ন পরিষদ যথেষ্ট চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা বলেন।






পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার
বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু 