

রবিবার ● ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » কয়রায় ১শ কেজি চিংড়ি মাছ সহ ১টি নৌকা আটক
কয়রায় ১শ কেজি চিংড়ি মাছ সহ ১টি নৌকা আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মােঃ আখতারুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিষ দিয়ে মারা ১শ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ১টি নৌকা আটক করেছে।
জানা গেছে, গতকাল রবিবার রাত ১ টার দিকে নাটুয়া ভারানী এলাকা থেকে এ সকল মাছ সহ নৌকা আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মােঃ আখতারুজ্জামান বলেন, আটক চিংড়ি মাছ ও নৌকার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় প্রতিনিয়ত স্টেশনের আওতাধীন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।