শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

SW News24
শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় বইমেলা হতাশ করেছে বইপ্রেমীদের
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় বইমেলা হতাশ করেছে বইপ্রেমীদের
১৬৭ বার পঠিত
শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বইমেলা হতাশ করেছে বইপ্রেমীদের

---পাইকগাছায় বই মেলা শুরুতে উদ্দিপনা সৃস্টি করলেও বইহিন হয়ে পড়া বই মেলা পাঠকদের হতাশ করেছে। বই ছাড়া নামেই যেন বই মেলা।  বই মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে বইয়ের স্টল মাত্র দুইটি। পদক্ষেপ ও রাজু বুক হাউজ। প্রথম কয়েক দিন তারা বই নিয়ে স্টলে বসলেও পরে তাদের নিয়মিত বইয়ের স্টলে দেখা যায় না। এতে বই মেলা বই শূন্য হয়ে পড়ে। তবে মেলা শেষে ১ মার্চ র‌্যাফল ড্র অনুস্ঠিত হবে।আগ্রহটা বেশী যেন র‌্যাফল ড্র য়েতে, আর এ কারণে বইমেলা নিয়ে তেমন কোন সাড়া নেই।

বইমেলা বাঙালির সার্বজনীন উৎসব। লেখক-পাঠককের এই মিলনকেন্দ্রে। একটি জাতিগোষ্ঠীর সভ্যতা বিনির্মাণ ও জ্ঞানগত উন্নয়নে বই মেলা ব্যাপক  ভূমিকা রাখে। সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা জার্নালসহ বিষয়ভিত্তিক বইয়ের বিপুল সমাহার পাঠকদের সামনে তুলে ধরে জ্ঞানের বিস্তৃত জগৎকে। তাই তো বইপ্রেমিকরা বছরের পুরো সময়টুকু অপেক্ষা করে প্রাণের এ মেলার জন্য। পৃথিবীতে যত মেলা হতে পারে তার মধ্যে  সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে বইমেলা।  আর পৃথিবীতে যত বইমেলা আছে, তার মধ্যে সবচেয়ে মধুর হচ্ছে আমাদের ফেব্রুয়ারীর বইমেলা। ---

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিন ব্যাপি এ বই মেলার আয়োজন করেছে পৌরসভা ও অরণ্য পাইকগাছা নামে একটি সামাজিক সংগঠন। পৌরসভা মাঠেই প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত  এ বই মেলা চলে। মেলায় ১৫টির মত স্টল স্থান পেয়েছে। পোশাক, ইলেকট্রিক সামগ্রী, খেলাধুলা সামগ্রী, বেত শিল্পের পণ্য, রকমারী ফুল ও খাবার সহ বিভিন্ন প্রশাধনী এবং পণ্যর স্টল মেলায় বসেছে।আর আছে নাম মাত্র দুইটি বইযের স্টল।মেলা ঘুরে গত বুধবার এমনটা দেখতে পাওয়া যায়।

মেলায় আগত স্থানীয় কবি পঞ্চানন সরকার বলেন, বইমেলায় বইয়ের স্টল খুব কম। বইয়ের স্টল বেশী খাকলে ভালো লাগত। স্থানীয় কবি সাহিত্যিক ও সাহিত্য সংগঠণের সদস্যদের নিয়ে আলোচনা করে বইমেলা করলে মনে হয় বইমেলা সুন্দর হতো। আগামিতে বইপ্রেমি এমন সকলে নিয়ে আলোচনার মধ্য দিয়ে বই মেলা করার দাবি করেন। মেলায় ঘুরতে আসা বিশিস্ট ছড়াকার অ্যাড.শফিকুল ইসলাম কচি বলেন, অনেক দিন পর পাইকগাছায় বইমেলা হচ্ছে জেনে বইমেলায় এসে হতাশ হয়েছি। বইমেলায় বইয়ের স্টল দুই একটি অছে, আর বইয়ের স্টলে ঠিকমত বই নিয়ে বসতে দেখা যায কম। আর এতে মনে হচ্ছে বই ছাড়া বই মেলা। আর ৩ থেকে ৭ দিনের মধ্যে বইমেলা করলে ভালো হয়। উপজেলা পর্যায় ১৩ দিন বইমেলা আয়োজন করা বেশ কস্টকর ও ব্যায়বহুল। তবে মেলার পরিবেশ বেশ সুন্দর লেগেছে।

আয়োজক কমিটির প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু জানান,বইয়ের দোকানগুলোরে মালিকদের বইমেলার স্টলে বই নিয়ে বসতে বারবার অনুরোধ করলেও তারা আসেনি। আগামিতে সবার সাথে আলোচনা করে বইমেলা সুন্দর করার চেন্টা করা হবে। মেলায় আশা দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এবিষয়ে পৈৗর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, আগামী এক মার্চ র‌্যাফল ড্র হবে।বইমেলায় বইয়ের স্টলে এতো কম কেন জানতে চাহিলে তিনি বলেন, বই এখন তেমন কেউ পড়তে চায় না। যেন আগ্রহটা কম, আগামীতে বইয়ের স্টল বাড়ানোর চেস্টা করা হবে।

বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। মানুষকে বইমুখী করে তোলার বহুমুখী প্রচেষ্টার মধ্যে বইমেলা গুরুত্ব ভূমিকা রাখে। অমর একুশে বইমেলা এখন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। পৃথিবীর কোথাও এক মাসব্যাপী বইমেলা হয় না, বাংলাদেশে হয়।  এটা একটা ব্যতিক্রম ঘটনা। পাইকগাছার লেখক, সাহিত্যিক ও বইপ্রেমীরা আগামীতে ভালো বইমেলা যেন হয় তার প্রত্যাশা করেছে।





বিশেষ সংবাদ এর আরও খবর

কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন   আতংকে এলাকাবাসী কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন আতংকে এলাকাবাসী
সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশ প্রধান সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশ প্রধান
পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে জেলেপল্লীর বাসিন্দা নির্ঘুম রাত কাটাচ্ছে পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে জেলেপল্লীর বাসিন্দা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় এমপি ও এলজিইডি কর্তৃপক্ষের প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন পাইকগাছায় এমপি ও এলজিইডি কর্তৃপক্ষের প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন
শেখ রেহানার ১৯৭৯ সালের ভাষণ ছিল বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রথম আন্তর্জাতিক আহ্বান শেখ রেহানার ১৯৭৯ সালের ভাষণ ছিল বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রথম আন্তর্জাতিক আহ্বান
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম
পাইকগাছার মঠবাড়িতে রাস্তা খুঁড়ে ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে পাইকগাছার মঠবাড়িতে রাস্তা খুঁড়ে ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে
৬০ বছর পর শৈশবের পরিচিতজনদের খুঁজে বের করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ৬০ বছর পর শৈশবের পরিচিতজনদের খুঁজে বের করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
তারেক রহমানের ৯ জোবায়দার ৩ বছরের কারাদণ্ড তারেক রহমানের ৯ জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
নবনিযুক্ত কেএমপি কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বভার গ্রহণ নবনিযুক্ত কেএমপি কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বভার গ্রহণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)