বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ফুলজান আশ্রয়ে ঘর পাওয়ার আশায় ঘুরছে
পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ফুলজান আশ্রয়ে ঘর পাওয়ার আশায় ঘুরছে
 
পাইকগাছায় ফুলজান বিবি (৪০) তিন সন্তান নিয়ে আশ্রয়ে ঘরের জন্য ঘুরছে জনপ্রতিনিধি ও প্রসাশনের দুয়ারে। উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর আশ্রায়ণে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেও ঘর পাইনি।ঘর প্রাপ্তির আসায় তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের স্বদইচ্ছার অপেক্ষায়।
ফুলজানের নিজের কোন জমি নাই, বড় ভাইয়ের জমিতে অস্থাইভাবে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করেন ফুলজান বিবি।বড় ছেলে ইবাদুল গাজীর বিয়ে দিয়েছে। টিনের বেড়া পলিথিন ও গোলপাতার ছা্উনির ঘর ও তার সামনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ফুলজান,বড় ছেলে-বৌ ও দুই ছেলে নিয়ে কোন রকমে মাথাগুজে মানবেতর জীবন যাপন করছে।
খোজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ান  গদাইপুর গ্রামের মৃত ফজর আলীর মেয়ে ফুলজান বিবি।তারা ৭ ভাই বোন,তিন বোন ও চার ভাই। তার পিতা ভূমিহিন অবন্থায় মারা যায়।উপজেলার কমলাপুর গ্রামের লিয়াকত গাজীর সাথে ফুলজানের বিয়ে হয় ও তার তিন ছেলে ইবাদুল, মিণ্টু ও মিলন গাজী।স্বামীর র্নিযাতন সহ্য করতে না পারায় প্রায় ১৫ বছর আগে ভাইয়েরা থেকে ফুলজানকে তালাক করায়। সেই থেকে ফুলজান তিন সন্তান নিয়ে বড় ভাই সামাদ গাজীর জমিতে ঝুপড়ি ঘর বেধে বসবাস করছে। ক্রয়সুত্রে সামাদ দুই শতক জমির মালিক।সল্প জায়গায় দুটি পরিবারের বসবাস করার পরিবেশ না থাকায় বড় ভাই সামাদ কপিলমনি এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালিয়ে জীবন জিবিকা নির্বাহ করে।
ফুলজান বিবি  বলেন, জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাসের অসুবিধার কারণে আমি আর ছেলেদের নিয়ে বছরের ছয় মাস ইট ভাটায় কাজ করতে যাই নড়াইল এলাকায়। আর বাকি ছয় মাস এলাকায় জনখেটে সংসার চালাই। হিতামপুর আশ্রায়ণে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেছি।ঘর বরাদ্দের সময় লটারি হয় তাতে  আমি ঘর পাইনি।পরবর্তিতে ঘর দিবে, তাই ঘর পাওয়ার আশায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে গিয়ে খোজ নিচ্ছি।  
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, হিতামপুর আশ্রায়নে ১ম পর্যায়ে ঘর প্রদান করা হয়েছে। যাচাই বাছায়ের পরে যাদের নাম তালিকায় রয়েছে তারা ঘর পাবে। ফুলজান বিবির নাম তালিকায় থাকলে তাকে ডেকে ঘর দেওয়া হবে। নতুন করে তার কোন আবেদন করার প্রয়োজন হবে না।
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে জমিসহ সেমিপাকা একক ঘর প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৃঢ় প্রত্যয়ের প্রমাণ রেখেছেন। সরকারের অন্যতম প্রশংসিত একটি প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন। কয়েক লাখ পরিবার এর মধ্যে এ প্রকল্পের সুবিধাভোগী হয়েছে। আরও বিপুলসংখ্যক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যে নানা জায়গায় চলমান রয়েছে আশ্রয়ণ প্রকল্পের কাজ। হিতামপুর আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন ফুলজান বিবি যাতে একটি ঘর পায় তার জন্য প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে ফুলজান ও তার এলাকার সচেতন ব্যক্তিরা।

      
      
      




    পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে    
    পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা    
    ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডলের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে শ্রীপুরের দোরাননগর গ্রামের চিত্র    
    পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি    
    আষাঢ়ের টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত    
    ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে; শীর্ষে মোটরসাইকেল    
    তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল    
    বেতগ্রাম-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণে গাফিলতিতে ফেরত যাচ্ছে ৩৯ কোটি টাকা    
    পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে;  ভারি যানবাহন চলাচল বন্ধ    
    পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বিচ্ছিন্ন হতে চলেছে পাইকগাছা-সাতক্ষীরার যোগাযোগের বাঁকা ব্রীজটি    