

বুধবার ● ১৭ মে ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
পাইকগাছায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সফল করার লক্ষ্যে বুধবার সকালে থেকে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল এবং জেলা সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মন্ডল এর নেতৃত্বে এবং একাধিক নেতা কর্মীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে র্যালি সহকারে উপজেলা সদরস্থ মধুমিতা পার্কের মুজিব কর্ণারে উপস্থিত হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও ১৯৮১ সালের এই দিনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে মুজিব কর্ণারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক আহবায়ক রশিদুজ্জান মোড়ল ও শেখ আঃ রাজ্জাক মলঙ্গী। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু। এসময়ে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, প্রাণকৃষ্ণ দাশ, সামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, পবিত্র মন্ডল, আরশাদ আলী বিশ্বাস, পরেশ মন্ডল, মাসুদ, জগদীশ রায়, মিজানুর রহমান, আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, নাজমা কামাল, দিপংকর মন্ডল, ইদ্রীস আলী, পার্থপ্রতীম চক্রবর্তী, ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, আকাশ । এছাড়া সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।