সোমবার ● ৫ জুন ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাইকগাছা বনবিবি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পা্ইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সোমবার সকালে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তৃতা করেন, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মহিবুল্লাহ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি হাসনা থাতুন সুমাইয়া, ঐশী আক্তার, গৌতম ভদ্র, গনেশ দাশ, শহিনুর রহমান, কার্তিক মণ্ডল, শিক্ষার্থী মনিরা আহম্মেদ,দিপান্বিতা অধিকারী,লাবিবা আক্তার, অর্থি বিশ্বাস, সেতু আক্তার,লিনজা আক্তার,তামান্না আক্তার, রিদাতুল জান্না সাউদিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি না বাঁচলে মানবজাতী বিপন্ন হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে খাদ্য, জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখে জীববৈচিত্র। পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, দূষণ ও বন্যা নিয়ন্ত্রন করা এবং পৌষ্টিক উপাদানগুলো সঠিক ভাবে পুর্নব্যবহার যোগ্য করে তোলায় গোটা বাস্ততন্ত্রের জীববৈচিত্র রক্ষা করা ভীষণ জরুরী। তাই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।






পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব 