শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কয়রায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কয়রায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন
১৮৫ বার পঠিত
শনিবার ● ২৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন



অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ ---খুলনার কয়রায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন সকালে কয়রার বাগালী ইউনিয়নের ফতেকাটি নারায়নপুর প্রাথমিক  বিদ্যালয় চত্বরে এ স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় বি এম এর দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ। ওই অনুষ্ঠানে অর্ধশতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, বর্তমানে ডায়বেটিস ও উচ্চরক্তচাপ জনিত জটিলতায় মৃত্যুহার দিন দিন বেড়ে চলেছে। ডায়বেটিস একুশ শতকের মহামারী । প্রতি ৫ সেকেন্ডে একজন মানুষ ডায়বেটিসে আক্রান্ত হচ্ছেন । আর প্রতি ১০ সেকেন্ডে অন্তত একজন মানুষ মারা যাচ্ছেন। আমাদের দেশে প্রায় ১০%-১৫% মানুষ ডায়বেটিসে আক্রান্ত। পাশাপাশি আমাদের দেশের ৩ কোটির অধিক প্রাপ্তবয়স্ক (২০%-২৫%) মানুষ উচ্চরক্তচাপ জনিত রোগে আক্রান্ত। সময়মত রক্তের গ্লুকোজ-রক্তচাপ পরিমাপ করতে পারলে একজন চিকিৎসকের পরামর্শে উচ্চরক্তচাপ ডায়বেটিস নিয়ন্ত্রনের পাশাপাশি হৃদরোগ, ব্রেইনষ্ট্রোক, কিডনী সমস্যাসহ নানাবিধ জটিল রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। 
তিনি আরো বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় ও তার প্রতিকার নিশ্চিত করতে পারলে একজন মানুষ মৃত্যু থেকে বেঁচে যেতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে ডাঃ শহিদ উল্লাহ বলেন দীর্ঘ ১২ বছর যাবত এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি। পাশাপাশি শিক্ষাঙ্গনের উন্নয়ন ও সামাজিক কাজে নিজেকে ব্যাস্ত রেখেছি। 
  
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আলমগীর হোসাইন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কয়রা উপজেলা আওয়ামী লীগ, এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সোবহান অবসরপ্রাপ্ত সুপার লস্কর মাদ্রাসা, মাওলানা আব্দুল আজিজ সুপারিনটেনডেন্ট নারায়নপুর মহিলা মাদ্রাসা, হাফেজ হাদিউজ্জামান ইমাম ফতে কাটি পশ্চিমপাড়া জামে মসজিদ, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ