শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলের অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » নড়াইলের অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
১৪৯ বার পঠিত
রবিবার ● ৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ; ---নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) দিনব্যাপী টুর্নামেন্ট শেষে রাতে পুরস্কার বিতরণ করা হয়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান এমপি।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের (পিএসসিজি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ট্রিয়াব) সভাপতি খবির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদা রুনু, মহিউদ্দিন হেলাল, গলফ টুর্নামেন্ট বিজয়ী মেজর শেখ হাসনাত ই মিরাজসহ অনেকে।  
 
এছাড়া অরুনিমা ড্রাইভিং রেঞ্জের শুভ, আলোচনা সভা ও গলফ টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে দু’টি গ্রুপে ছয়জন বিজয়ী হয়েছেন। খেলায় স্বাগতিক অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবসহ যশোর, সাভার ও কুর্মিটোলা গলফ ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। তারা খেলার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এখানে ভালোমানের গলফ টুর্নামেন্ট আয়োজন সম্ভব বলে জানিয়েছেন তারা।  

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে গলফ জনপ্রিয় খেলা। স্পোর্টস ট্যুরিজম তথা গলফ খেলার মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আর গলফ টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব অন্যতম ভূমিকা পালন করছে। এ খেলাকে আরো গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের প্রত্যাশা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব থেকে স্বনামধন্য গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমানের মতো তারকা বেরিয়ে আসবে।





আর্কাইভ