শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
রবিবার ● ৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » অতিরিক্ত ভাড়া আদায়; নড়াইলে আবারও ঈগল পরিবহনকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » অতিরিক্ত ভাড়া আদায়; নড়াইলে আবারও ঈগল পরিবহনকে জরিমানা
১৩১ বার পঠিত
রবিবার ● ৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতিরিক্ত ভাড়া আদায়; নড়াইলে আবারও ঈগল পরিবহনকে জরিমানা

 


ফরহাদ খান, নড়াইল .; ---নড়াইল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আবারও ঢাকাগামী ঈগল পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ ঈগল পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই কারণে গত ২৯ এপ্রিল বিকেলে ঈগল পরিবহনকে পাঁচ হাজার টাকা এবং লিটন পরিবহনে দুই হাজার জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ঈগল পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীপ্রতি ৭৫০ টাকা করে নেয়া হচ্ছিল। এর আগে ৩০ জুন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া নেয়া হয়েছে ৫৫০টাকা। হঠাৎ করে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কাউন্টারের ম্যানেজার কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় এ জরিমানা করা হয়। পরবর্তীতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করেন সে ব্যাপারেও সতর্ক করা হয়। এর আগে গত ৩ জুলাই অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দেশ ট্রাভেলস পরিবহনকেও জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, সড়ক-মহাসড়কে যাত্রী হয়রানি বন্ধ করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে।





আর্কাইভ