শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে দক্ষিণপূর্ব মডেল ও দুর্গাপুর বিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে দক্ষিণপূর্ব মডেল ও দুর্গাপুর বিদ্যালয় চ্যাম্পিয়ন
১৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে দক্ষিণপূর্ব মডেল ও দুর্গাপুর বিদ্যালয় চ্যাম্পিয়ন


 

ফরহাদ খান, নড়াইল ; ---নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ জুলাই) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ওইদিন সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নড়াইল পৌরসভার উদ্যোগে দিনব্যাপী এ খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাচিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের তরিকুল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং তাহমিদ শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়।

এদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের জ্যোতি বিশ্বাস শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রানার্সআপ দলের মরিয়ম শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়।

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আব্দুর রশিদ মন্নু, শিক্ষক নেতা আবুল বাশার, জাকির হোসেন বিপ্লব, আশিকুর রহমান দ্বীপসহ অনেকে।





আর্কাইভ