শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলে স্কুলভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » নড়াইলে স্কুলভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৩৯ বার পঠিত
রবিবার ● ৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে স্কুলভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত



ফরহাদ খান, নড়াইল; ---নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে স্কুলভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার (৫ নভেম্বর) দুপুরে এ সাঁতার প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভিন্ন ক্লাসের ১০০জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তীসহ অনেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর গঠনসহ মানসিক দিক ভালো থাকে। খেলার মাধ্যমে দেশের সুনাম অর্জিত হয়। দেশের গৌরব অর্জিত হয়। ক্রিকেট অঙ্গনে তেমনি আমাদের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা এমপি। তিনি ক্রিকেটে সোনালি অর্জন করেছেন। এখান থেকে ক্ষুদে সাঁতারুরাও ভালো কিছু অর্জন করবে-এমন প্রত্যাশা করছি।





আর্কাইভ