শুক্রবার ● ৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় নির্বাচনী প্রচারনায় বাঁধা, ভোট কেন্দ্রে না আসার হুমকি দেওয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ
পাইকগাছায় নির্বাচনী প্রচারনায় বাঁধা, ভোট কেন্দ্রে না আসার হুমকি দেওয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ
পাইকগাছায় নির্বাচনী প্রচারনায় বাধা ভোট কেন্দ্রে না আসার হুমকি দেওয়ায় ঈগল প্রার্থীর কর্মী মুজিবুর রহমান শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগরের ঈগল প্রতিকের কর্মী মোঃ মুজিবুর রহমান মটরসাইকেল যোগে পাইকগাছা থেকে বাড়ী যাওয়ার সময় গদাইপুর নামক স্থানে নৌকার কর্মীরা তার গতিরোধ করার চেষ্টা করলে সে দ্রুত গতিতে মটরসাইকেল যোগে বাড়ীতে পৌছায়। নৌকার কর্মীরা ৪টি মটরসাইকেল যোগে তার পিছে ধাওয়া করে বাড়িতে ঢুকে মটরসাইকেলে থাকা ২টি বস্তায় থাকা ৫ হাজার ঈগল প্রতিকের পোষ্টার ও ১১ টি প্যানা ছিনিয়ে নেয়। এসময় মুজিবুর বাঁধা দিলে তাকে ঘরের মধ্যে নিয়ে মোঃ আলাউদ্দীন মেম্বর, টাওয়ার বাবু, মোঃ জাহাঙ্গীর ওরফে রহমত (ডাকাত), মোঃ সাইফুল্লাহ (ডাকাত), সলেমান গাজী, মোঃ মনি সরদার, আসলাম মোড়ল এলোপাথাড়ি কিল ঘুসি মারে ও ঈগল প্রতিকের পক্ষে কোন কথা বা কাজ করতে দেখলে জীবনে দুনিয়ার মুখ দেখা না লাগে সে স্বাদ মিটিয়ে দেবো বলে তারা চলে যায়। এ বিষয়ে মুজিবুর রহমান কুপিলমুনি পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবহিত করেন। কপিলমুনি পুলিশ ফাঁড়ির আই,সি সাজু আগড়ঘাটা বাজারের রাস্তায় প্যানা ও পোষ্টার কুড়িয়ে পেয়ে তার বাড়িতে দিয়ে আসে। এব্যাপারে জানতে চাইলে একজন জানান, ঘটনার সময়ে আমরা পাইকগাছায় গনসংযোগে ছিলাম। অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।






মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় স্বতন্ত্র ও গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
পাইকগাছায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ
মাগুরায় বিএনপি প্রার্থীর লিফরেট অপসারণ শুরু
মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর 