বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
![]()
ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২ জানুয়ারি খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছার নতুন বাজারের দক্ষিণ প্রান্তের বাক যেভাবে সরলীকরণ করা হচ্ছে তাতে নতুন বাক তৈরি হবে; বাড়বে দূর্ঘটনা
পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নড়াইল হানাদার মুক্ত দিবস আজ 