

বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সনদপ্রাপ্ত দলিল লেখকদের শুদ্ধচার ও নৈতিকতা, কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় দলিল লেখক ভবনে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা এর সাব-রেজিস্ট্রার মোঃ জুবায়ের হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক সুবোধ চক্রবর্তী, বিমল কৃষ্ণ সরকার, সুভাষ চন্দ্র সরদার, মনিরুল ইসলাম, অলিউর রহমান, শংকর রঞ্জন, মোক্তার হোসেন, রঘু ব্যানার্জি, আঃ রশিদ গাজীসহ দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ।