বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন
নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি ; নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকলনবীশ দাবি আদায় পরিষদ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন নকলনবীশরা।
মানববন্ধনে বক্তব্য দেন-সংগঠনের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, নকলনবীশ উজ্জ্বল কুন্ডুসহ অনেকে। বক্তারা বলেন, এক পৃষ্ঠায় ৩০০ শব্দ লিখে মাত্র ২৪ টাকা পাই আমরা। এভাবে পৃষ্ঠা ও শব্দ গণনা করে মাসিক সম্মানি পাই। নকলনবীশদের (এক্সট্রা মোহরার) পদ স্থায়ীকরণ না হওয়ার কারণে এই পদে কর্মরতরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের চাকরি রাজস্ব খাতে না যাওয়ায় আমরা বেতন, বোনাস এবং নারীরা মাতৃত্বকালীন ছুটি পান না।
অথচ, রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায়, দলিল বালামে রেকর্ডভূক্তকরণ, সূচীকরণ, জনগণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্যাদি সরবরাহের মাধ্যমে কাক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে এক্সট্রা মোহরারগণ (নকলনবীশ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নড়াইলসহ সারা দেশে ১৫ হাজার ৬৮২জন অস্থায়ী এক্সট্রা মোহরার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তাদের নির্ধারিত কোনো বেতন ভাতা নেই। নকলনবীশদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভূক্তকরণে ২০২৫-২০২৬ সালের অর্থবাজটে সব প্রক্রিয়া সরকার অনুমোদন করবে বলে আমরা জোর দাবি জানাচ্ছি।






মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা 