

মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সুজন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,এস আই আতিক, চেয়ারম্যান আঃ সালাম কেরু, শেখ খোরশেদুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রভাষক আবু সাঈদ,প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, শিক্ষক আঃ ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।