শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা হাসপাতালে ডাক্তার ও জনবল সংকটে চিকিৎসাসেবা খুড়িয়ে চলছে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা হাসপাতালে ডাক্তার ও জনবল সংকটে চিকিৎসাসেবা খুড়িয়ে চলছে
৯৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা হাসপাতালে ডাক্তার ও জনবল সংকটে চিকিৎসাসেবা খুড়িয়ে চলছে

 ---খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলার প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিয়জিত আছেন ৪ জন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও ৩১ শয্যার জনবল নিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জনদুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

 হাসপাতালে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ৭ জন। বাকি ১৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৭ জন্য চিকিৎসকের মধ্যে অন্য হাসপাতালে সংযুক্তিতে ৩ জন কর্মরত। বর্তমানে ৪ জন ডাক্তার দিচ্ছেন প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), অর্থপেডিক, পেডিয়াট্রিক্স, ইএনটি, ওগো, সাভারি, কার্ডিওলজি, অফযালমোলজি, স্ক্রিন অ্যান্ড ভিডি, এ্যানেসথেটিষ্ট, ইনডোর মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, সহকারী সার্জনসহ গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে চিকিৎসক শূন্য রয়েছে।

দক্ষিণ অঞ্চলের মধ্যে ঐতিহ্যবাহী ও ব্যস্ততম হাসপাতাল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকটে নিজেই এখন রোগীতে পরিণত হয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ডাক্তার দেখাতে না পেরে বাধ্য হয়ে শহর বা ক্লিনিকমুখি হচ্ছে। প্রতিদিন আউটডোরে ৪শত থেকে সাড়ে ৪শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। আর প্রতিদিন প্রায় ১৫০ জন রোগী ভর্তি থাকে। ফলে সীমিত শয্যা সংখ্যার কারণে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটি। এ ছাড়াও আশপাশের জেলা সাতক্ষীরার আশাশুনি ও তালা, খুলনার দাকোপ উপজেলা থেকেও এখানে চিকিৎসাসেবা নিতে আসেন অনেক রোগী। এত বিপুলসংখ্যক জনগণের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়াও স্বাস্থ্য সহকারীর বেশিরভাগ পদ দীর্ঘদিন শূন্যসহ আল্ট্রাসনোলজিস্ট, মালী না থাকায় বাগানের পরিচর্যা করতে পারছে না। অত্র কমপ্লেক্সের যেখানে মোট কর্মকর্তা কর্মচারীর পদ রয়েছে ২৩৭, সেখানে রয়েছে, ১৪০ জন, পদ শূন্য রয়েছে ৯৭ জন। দীর্ঘদিন শূন্যপদ রয়েছে ১৫টি। এ ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা, ময়লা ও দুর্গন্ধযুক্ত বাথরুম, খাবারে অনিয়মাসহ নান্য সমস্যায় জর্জরিত হাসপাতালটি। তেলের অভাবে ঠিকমতো চলে না জেনারেটর। স্থানীয়রা জানান, উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার অন্তত চার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল এটি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তায় পদে একজন রয়েছে। জুনিয়র কনসালট্রয়ন্টের পদ ৪টি, রয়েছে ৩টি, আবাসিক মেডিকেল কর্মকর্তার পদ ১টি, যাহা শূন্য, মেডিকেল কর্মকর্তার পদ ৩টি, রয়েছে ১টি, নার্সিং সুপার জইজারের পদ ১টি, যা শূন্য, সিনিয়র স্টাফ নার্সের পদ ৩২টি, রয়েছে ২৩টি। মিডওয়াইফ-এর পদ ৪টি, রয়েছে ৩টি, মেডিকেল টেকনোলজিস্টের পদ ৭টি, রয়েছে ১টি, ফার্মাসিস্টের পদ রয়েছে ২টি, রয়েছে ২টি, স্যালমো পদ ২টি, রয়েছে ২টি, স্বাস্থ্য পরিদর্শকের পদ ৪টি, রয়েছে ১টি, সহস্বাস্থ্য, পরিদর্শক পদ ১৩টি, রয়েছে ৮টি, কার্ডিওগ্রামার পদ ১টি, শূন্য পদ, ড্রাইভারের পদ ১টি, রয়েছে ১টি, স্বাস্থ্য সহকারীর পদ সংখ্যা ৬৫টি, রয়েছে ৪৫টি, হারবাল অ্যাসিসট্যান্ট এর পদের সংখ্যা একটি, রয়েছে ১টি, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ৪টি, রয়েছে ২টি, টিএলসি এ এর পদের সংখ্যা ১টি, রয়েছে ১টি, কুক/মশালাটির পদের সংখ্যা ২টি, রয়েছে ১টি, অফিস সহায়ক পদের সংখ্যা ৭টি, রয়েছে ১টি। এ ছাড়া কম্পিউটার অপারেটর ১টি, প্রধান সহকারীর পদ একটি, হেলথ এডুকেটরের পদ ১টি, ক্যাশিয়ারের পদ ২টি, প্রধান সহ কাম কম্পিউটার অপারেটর পদ ১টি, শূন্য, পরিসংখ্যানবিদ ১টি শূন্য, স্টোর কিপারের পদ ২টি শূন্য, সহ নার্সের পদ ১টি, কম্পাউন্ডার পদ ১টি, নিরাপত্তা প্রহরী পদ ১টি, জুনিয়র মোনিকের পদের সংখ্যা ১টি, মালীর পদের সংখ্যা ১, আয়া পদের সংখ্যা ২, পরিচ্ছন্নতা কর্মীর ৪ পদ শূন্য আছে। ২০১৫ সালের ৫ মার্চ ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি। দেওয়া হয়নি চাহিদামত জনবল। ৩১ শয্যার জনবল নিয়ে ৫০ শয্যার হাসপাতালটিতে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান জানান, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। হাসপাতালের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট রয়েছে। অপ্রতুল সীমাবদ্ধতার মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। জরুরি ভিত্তিতে শূণ্য পদের জনবল পূরণ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবস্থা গ্রহণ না করলে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না।স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনেক পদই শূন্য রয়েছে। যে কারণে আমরা প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছি। হাসপাতালে যে পরিমান রোগীর চাপ তাতে ১০০ বেডে উন্নীত করা প্রয়োজন। ইতোমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশাকরি, কর্তৃপক্ষ বিবেচনায় নিবেন। জনগণ তাদের যথাযথ চিকিৎসার সুবিধা সুনিশ্চিত করতে পারবে।

পাইকগাছার মতো গুরুত্বপূর্ণ একটি হাসপাতালের জনবল সংকট ও অব্যবস্থাপনার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান না করলে উপকূলীয় জনপদের মানুষ চিকিৎসাসেবা বঞ্চিত থেকে যাবে। জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে চিকিৎসক,জনবল বৃদ্ধি, যন্ত্রপাতিসহ সরঞ্জামাদি সরবরাহ করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা মাগুরায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
মাগুরা ডায়বেটিক হাসপাতালে অপারেশন থিয়েটার ও ইনডোর উদ্বোধন মাগুরা ডায়বেটিক হাসপাতালে অপারেশন থিয়েটার ও ইনডোর উদ্বোধন
নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
মাগুরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিল ইসলামী আন্দোলন ও জামাতের কর্মীরা মাগুরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিল ইসলামী আন্দোলন ও জামাতের কর্মীরা
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শত এন্টি রেবিক্স ভ্যাকসিন ভয়েল ও ৫ হাজার মাক্স প্রদান কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শত এন্টি রেবিক্স ভ্যাকসিন ভয়েল ও ৫ হাজার মাক্স প্রদান
ভালো নেই ইপিআই পোটার কর্মীরা ; চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় বিপাকে জীবন-জীবিকা ভালো নেই ইপিআই পোটার কর্মীরা ; চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় বিপাকে জীবন-জীবিকা
নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষা অনুষ্ঠিত নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীলতা নিয়ে ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীলতা নিয়ে ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)