শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » টুং-টাং শব্দে মুখরিত কামার পাড়া; ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা
টুং-টাং শব্দে মুখরিত কামার পাড়া; ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা
![]()
প্রকাশ ঘোষ বিধান,॥
কামারবাড়ী দিন-রাত টুং-টাং শব্দের মুখরিত হচ্ছে। সামনে ঈদুল আজহা তাই এই ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন দম ফেলারও ফুরসত নেই কামার পাড়ার শিল্পীদের। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামার পাড়া।
ঈদুল-আজহার আর কয়েকদিন বাকি। উপজেলার সদর, নতুন বাজার, গদাইপুর, আগড়ঘাটা, কপিলমুনি, বাঁকা, আমাদী, চাঁদখালী সহ বিভিন্ন হাট বাজার সহকাওে কামার বাড়ীতে কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোরা, চাপাতি, চাকু, দা, বটি, কুড়াল সহ বিভিন্ন সরজ্ঞাম তৈরি করছে কামাররা। তাহা ছাড়া ক্রেতাদের পছন্দমত বিভিন্ন মাপের পশু জবাই করার ছোট-বড় ধারালো অস্ত্র তৈরী করছে। সারা বছর টুক-টাক কাজ থাকলেও কোরবানির ঈদেও সময় কামার শিল্প মুখরিত হয়ে ওঠে। কামার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামতের ভীর শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা থাকে। নতুন বাজারের কামার শিল্পী বিশ্ব কর্মকার বলেন, লোহা ও কয়লার দাম বেড়েগেছে। সাধারণ লোহা ৫০ টাকা থেকে ৭০ টাকা ও গাড়ীর পাতি ৮০ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হয়। পশু জবাই করার ছোট-বড় বিভিন্ন সরজ্ঞাম সাইজের উপর দাম নির্ভর করে। বড় চাপাতি ৭ শত থেকে ৮ শত, বড় ছোরা ৩ শত থেকে সাড়ে ৩ শত, চাকু ৫০ টাকা থেকে দেড় শত টাকা, বটি আড়ই শত থেকে ৩ শত টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশি হলেও সেই অনুযায়ী দাম পাই না। ফলে সারাবছর সংসার চালাতে খুবই কষ্ট হয়। কোরবানির ঈদের সময় পশু জবাইয়ের সরজ্ঞামের চাহিদা থাকায় কাজও থাকে। আর সারাবছর তেমন কোন কাজ থাকে না। টুক-টাক কাজ করে চলতে হয় তাই কামার শিল্পীরা বর্তমান এ পেশায় তাদের অবহেলিত মনে করেন। তারপরও পেশা টিকে রাখতে সবাই মিলে কাজ করে যাচ্ছে।






১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ প্রকাশ
দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান
দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: প্রধান উপদেষ্টা
বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন গুণীজনরা
প্রধান উপদেষ্টা ডাভোসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার আহবান রাষ্ট্রপতির
আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে : ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা 