

রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। সভায় জেলায় আটা মুরগীর মূল্যবৃদ্ধি, বাল্য বিয়ের প্রতি গুরুত্ব আরোপ করে, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা,সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল,জেলা বিএনপির, আহবায়ক,আলী আহম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা জামায়াতের আমীর এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ: সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন, সহকারী পরিচালক এন এস আই রাজিব হাসান, , জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, শ্রীপুর ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ সহকারি পরিচালক মইনুল ইসলাম প্রমুখ। সভায় মাদকের ছোবল থেকে মাগুরার যুব সমাজকে রক্ষা,চোরাচালান রোধ, আত্মহত্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিয়ে রোধ,যৌন হয়রানী,নারী ও শিশু নির্যাতন বিষযে ব্যাপক আলোচনা করে আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভাল থাকায় ধন্যবাদ জানিয়ে সড়ক যোগাযোগ উন্নত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় ইটভাটা নির্মানে সরকারি নির্দেশনা অনুসরণ, তালাক প্রবনতা রোধে কার্যকর ভুমিকা রাখাসহ ডায়গোনস্টিক সেন্টারে অতিরিক্ত অর্থ নেয়া প্রতিরোধের ব্যবস্থা গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।