

শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসরণের দাবিতে মানববন্ধন
দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসরণের দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : দেশ আলোচিত দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসরণের দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে। আজ শনিবার বিকালে মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে মাগুরা জেলার সর্বস্তরের জনগণ। সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রহিম, সাবেক খেলোয়াড় হাসানুজ্জামান হাসু, মানু বিশ্বাস, শাকিল আহমেদ প্রমূখ।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ কেলেঙ্কারিতে বরখাস্ত এবং দুর্নীতি দমন কমিশনে তদন্তে থাকা অভিযুক্ত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নতুন করে মাগুরা ক্রীড়া সংস্থার সদস্য করে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১১ সেপ্টেম্বর এক পরিপত্রে তাকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পাঁচ নম্বর সদস্য করায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করে। এর পরিপ্রেক্ষিতে জেলার খেলোয়াড় বৃন্দ মাগুরা স্টেডিয়াম গেটে এলাকায় এড হক কমিটি থেকে মোয়াজ্জেমের সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন আমরা করছি। অবিলম্বে দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনেরকে বাদ দিয়ে নতুন করে কমিটির আহ্বান করছি। মানববন্ধনে শতাধিক খেলোয়াড় অংশ নেয়।