

মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আশাশুনিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরলায়তনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় বক্তব্য রাখেন, সেনা বাহিনীর আশাশুনি ক্যাম্প কমান্ডার লে. নাহিদুল হক খান, থানা অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, পিআইও সোহাগ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোরতাজা, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আশাশুনি সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নীল কন্ঠ সোম, উপজেরা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোষ পিংকাই, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, পুজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য সহ বিভিন্ন পূজা মন্ডপ ও ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ প্রমুখ। এছাড়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, দীপঙ্কর সরকার, ওমর ছাকি ফেরদৌস পলাশ, প্যানেল চেয়ারম্যান শেখ আছাদুজ্জামান মুকুল, নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানান হয় উপজেলার ১০৪টি পূজা মন্ডপের জন্য ৫২ মে.টন চাউল সহায়তা পাওয়া গেছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মন্দিরে চার চাকার গাড়ী প্রবেশ করার মত পথের ব্যবস্থা, দর্শনীয় স্থানে সরকারি জরুরী নম্বর প্রদর্শন ব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।