

শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব ডিম দিবস পালিত
মাগুরায় বিশ্ব ডিম দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়। রেলি শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মিহির কান্তি বিশ্বাস সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার সুশান্ত রায়, পুষ্পেন কুমার সিকদার ও খামারি সুমন পাটোয়ারী। আলোচনা সভায় জানানো হয়, ডিমের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও ডিমের উৎপাদন এবং খামারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সরকারের প্রতি জোর আহবান জানানো হয়।