

রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে ৪ বছরেও শেষ হয়নি ব্রীজের সংযোগ সড়কের নির্মাণ কাজ, ভোগান্তি পথচারীরা
কেশবপুরে ৪ বছরেও শেষ হয়নি ব্রীজের সংযোগ সড়কের নির্মাণ কাজ, ভোগান্তি পথচারীরা
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে বুড়িভদ্রা নদীর ওপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের সংযোগ সড়কের কাজ দীর্ঘ ৪ বছরেও শেষ হয়নি। ঠিকাদার ব্রিজ নির্মাণ করলেও সংযোগ সড়ক না করেই, কাজ ফেলে চলে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসংক্রান্ত নিউজ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে কর্তৃপক্ষ সংযোগ সড়কের কাজ শুরু করেন। সড়কে খোয়া বিছানোসহ সেভ পিলার বসায়। কিন্তু অতিরিক্ত বর্ষায় সড়কের দু’পাশ ধসে পুকুরে বিলীন হয়। সেভ পিলারও উপড়ে পড়ে। প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে সড়কের কাজ।
উপজেলা প্রকৌশল অফিস জানায়, কেশবপুর-ভান্ডারখোলা সড়কের কুশুলদিয়া বাজার থেকে গোলাঘাটা বাজার পর্যন্ত একটি গ্রামীণ সড়ক রয়েছে। সড়কের বুড়িভদ্রা নদীর ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণে ৩ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৬০৩
টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি পান মেসার্স অর্পি-অর্নি এন্টারপ্রাইজের সত্তাধিকারী ইদ্রিস আলী। তিনি ২০২২ সালের ২ জুন ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন। সিডিউল অনুযায়ী ২০২৩ সালের ২৪ নভেম্বর ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কুশলদিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বুড়িভদ্রা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজটি এলাকায় নেপালনাথের ব্রিজ নামে পরিচিত। সড়ক দিয়ে প্রতিদিন কুশুলদিয়া, মির্জাপুর, সরফাবাদ, বাজিতপুর, মঙ্গলকোটসহ ১০/১২ গ্রামের মানুষ চলাচল করেন। সেতুর পশ্চিমপাশে মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একটি ছোট বাজার রয়েছে এবং এর পূর্বপাশে গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থাকায় সেতুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৪ বছরেও সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এর সুফল পাচ্ছে না পথচারী, হাটুরেসহ স্থানীয় জনগণ। এছাড়া, স্থানীয় কৃষকেরা কেশবপুর বাজারে যাতায়াতসহ উৎপাদিত সবজি, কাঁচামাল বহনে সড়কটি ব্যবহার করেন। ওই স্থানে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। ভোগান্তি এড়াতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নজিবুল হক বলেন, সড়কের দু’পাশে বডার গার্ড বসানোর পর বৃষ্টিতে ব্রিজের সংযোগ সড়ক ধসে গেছে। সড়ক ধসে কি পরিমান ক্ষতি হয় সেটা দেখার জন্য ইচ্ছা করেই কাজ বন্ধ রাখা হয়েছে। তবে, সড়ক চলাচলের উপযোগি হয়েছে। কারও ক্ষতি হচ্ছে না। নদীর পানি কমে গেলে পুনরায় সড়কের কাজ শুরু করা হবে।